ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

যৌন হয়রানির অভিযোগে কারাগারে ব্রাজিলের দানি আলভেজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম

যৌন হয়রানির অভিযোগে কারাগারে ব্রাজিলের দানি আলভেজ

 যৌন হয়রানির অভিযোগে কারাগারে ব্রাজিলের দানি আলভেজ

 যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। পরে বার্সা ইউনিভার্সাল তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের জামিন মঞ্জুর করেননি আদালত। তাকে পাঠানো হয়েছে জেলে।

আলভেজের জেলে পাঠানোর খবর লা সেক্সা টিভি ও স্থানীয় গণমাধ্যম লা ভানগুয়ারদিয়ার উদ্ধৃতি দিয়ে ছেপেছে রয়টার্স। তাদের প্রতিবদনে বলা হয়েছে, বার্সেলোনার এই সাবেক ডিফেন্ডারের জেলে যাওয়ার তথ্য তারা আদালত সূত্রে নিশ্চিত হতে পারেনি।

সংবাদ সংস্থা এপিকে দেশটির পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর দানি আলভেজের বিরুদ্ধে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। শুক্রবার সকালে ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার বার্সেলোনার মোসোস ডি এসকোয়াড্রা দে লেস কর্টস থানায় উপস্থিত হয়েছিলেন। মামলার শুনানির জন্যই তিনি গিয়েছিলেন। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

দানি আলভেজ তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রসঙ্গে বলেন, আমি সেই জায়গায় ছিলাম। আরও লোকের সঙ্গে নিজেও মুহূর্তটা উপভোগ করছিলাম। আমি কাউকে বিরক্ত না করে নাচছিলাম এবং মুহূর্তটা উপভোগ করছিলাম।

তিনি আরও বলেন, আমি জানি না ওই মহিলা কে। আপনি একটি বাথরুমে পৌঁছেছেন এবং আপনাকে সেখানে কে আছে তা জিজ্ঞাসা করতে হবে না? আমি কখনো কারও জায়গায় গিয়ে বিরক্ত করিনি।

এনবিএস/ওডে/সি