ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

হারুন রশিদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৩, ১২:০১ পিএম

হারুন রশিদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক

 হারুন রশিদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক  

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হলে হারুন রশিদ। সোমবার সাবেক এই ব্যাটারকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্বাচক কমিটির বাকি সদস্যদের নাম দ্রুতই জানানো হবে বলে নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। এর আগেও রশিদ পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।

২০১৫ ও ২০১৬ সালে তিনি পাকিস্তান দলের এই দায়িত্বে ছিলেন তিনি। নাজাম শেঠি দায়িত্ব নেয়ার পরই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে।

রশিদ পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলেছেন ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত। এরপর দীর্ঘদিন পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ও টিম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নাজাম শেঠি দায়িত্ব নেয়ার পরই বোর্ডে এসেছে বড় রদবদল। বাজে পারফরম্যান্সের কারণে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হয় মোহাম্মদ ওয়াসিমকে।

এনবিএস/ওডে/সি