ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

এভারটন কোচ ফ্র্যঙ্ক ল্যাম্পার্ড চাকরি হারালেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

এভারটন কোচ ফ্র্যঙ্ক ল্যাম্পার্ড চাকরি হারালেন

 এভারটন কোচ ফ্র্যঙ্ক ল্যাম্পার্ড চাকরি হারালেন

 চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা একদমই ভালো যাচ্ছে না এভারটনের। ফলে বিতর্কে পড়ে দলটির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পর্ড। টানা ব্যর্থতায় কোচের চাকরিও বাঁচিয়ে রাখতে পারলেন না তিনি। এই পদ থেকে ছাঁটাই হলেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ল্যাম্পার্ডের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় এভারটন। চলতি মৌসুমে শুরু থেকেই ছন্দে নেই এভারটন। জয়ের স্বাদ পেতেই যেন ভুলে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে জয়ের মুখ দেখেনি প্রিমিয়ার লিগের দলটি।

নিজেদের সবশেষ ম্যাচে লিগে গত শনিবার ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হারে এভারটন। ইংল্যান্ডের শীর্ষ লিগে গত অক্টোবর থেকে জয়ের স্বাদ পায়নি তারা। সবশেষ ৮ ম্যাচের মধ্যে ৬টি হেরেছে, ড্র দুটি। ২০ ম্যাচে ৩ জয় ও ৬ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে আছে এভারটন।

গত বছরের জানুয়ারিতে এভারটনের দায়িত্ব পান চেলসির সাবেক কোচ ল্যাম্পার্ড। তার হাত ধরে অবনমন এড়ায় দলটি। তবে এই মৌসুমে দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ডকে।
 

এনবিএস/ওডে/সি