ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

বাঁশ, লাঠি নিয়ে সিপিএমের সভায় তৃণমূলের হামলার অভিযোগ! কোচবিহারে ছড়াল উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

বাঁশ, লাঠি নিয়ে সিপিএমের সভায় তৃণমূলের হামলার অভিযোগ! কোচবিহারে ছড়াল উত্তেজনা

বাঁশ, লাঠি নিয়ে সিপিএমের সভায় তৃণমূলের হামলার অভিযোগ! কোচবিহারে ছড়াল উত্তেজনা


 পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তবু জায়গায় জায়গায় চড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যেই উত্তাল কোচবিহারের রাজনীতি ( Coochbehar Politics) । বৃহস্পতিবার সিপিএমের (CPM ) সভায় বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ( TMC ) বিরুদ্ধে।
তুফানগঞ্জ থানার অন্তর্গত বালাভুত গ্রাম পঞ্চায়েতের, মধ্যবালাভূত এলাকার ঘটনা। সিপিএমের সভা চলছিল। সভায় ভিড়ও হয়েছিল। স্থানীয় সিপিএম নেতাদের বক্তব্য রাখার সময় আচমকাই কয়েকজন বাঁশ লাঠি নিয়ে হামলা চালায়। সিপিএমকর্মীদের অভিযোগ, সভা ভণ্ডুল করতে হামলা চালিয়েছে তৃণমূলের মদতপুষ্ঠ দুষ্কৃতীরা।
গর্ভের সন্তান মৃত জেনেও ফেলে রাখায় মৃত্যু হল প্রসূতির! উত্তাল কান্দি হাসপাতাল
বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। এই বিষয়ে তুফানগঞ্জ-১ বি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বসাক বলেন, সিপিআইএমকে বর্তমানে খুঁজে পাওয়া যায় না। তাই পঞ্চায়েত নির্বাচনের হাওয়া গরম করতে এই ভিত্তিহীন অভিযোগ আনছে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে