ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

দেশ নয়, রায়নার কাছে ধোনির প্রাধান্যই বেশি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

দেশ নয়, রায়নার কাছে ধোনির প্রাধান্যই বেশি

 দেশ নয়, রায়নার কাছে ধোনির প্রাধান্যই বেশি

জাতীয় দল নয়, ধোনির জন্য খেলতেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার সুরেশ রায়না। জাতীয় দলের চেয়ে ধোনির প্রাধান্যই আগে, এমনটাই মন্তব্য করেন এই ক্রিকেটার।

স্পোর্টস টককে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন, আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। জাতীয় ও সিএসকেতে ওর সঙ্গে খেলতে পারাটা চরম সৌভাগ্যের। আমাদের জুটিকে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে।

প্রথমে আমি ধোনির জন্য খেলতাম, তারপর আমার কাছে আসত দেশ। এটাই আমাদের কানেকশন। বহু ফাইনালে খেলেছি দুজনে। ওয়ার্ল্ড কাপও জিতেছি আমরা। ধোনি দুর্ধর্ষ নেতা তো বটেই, দারুন একজন লিডারও।

ধোনি-রায়না একইদিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বিস্ফোরক এই বা’হাতি তারকা ৩২২ ম্যাচে (৩২.৮৭ গড়ে) ৭৯৮৮ রান করেছেন। এর আগে আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, আমি টেস্ট ম্যাচ খেলার আগের অনুশীলন ম্যাচ খেলতাম। অস্ট্রলিয়ার উচিত ছিল, ভারতের পিচের চরিত্র বোঝার জন্য একটি অনুশীল ম্যাচ খেলার।

এনবিএস/ওডে/সি