ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

সবাইকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জার্মান ফুটবলার ওজিলের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

সবাইকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জার্মান ফুটবলার ওজিলের

 সবাইকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জার্মান ফুটবলার ওজিলের

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ছাড়িয়েছে। দেশ দু’টির এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তুরস্কের বংশোদ্ভূত জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি পোস্ট করেন মেসুত ওজিল, যেখানে তিনি একটি ছবিও জুড়ে দেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ওজিল লেখেন, একসঙ্গে আমরা কঠিন সময়ে যেকোনো কিছু অর্জন করতে পারি। একসঙ্গে। মূলত, সবার সহযোগিতায় এই দুঃসময় কাটিয়ে ওঠার আহ্বানই জানান তিনি।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এতে দুই দেশে ধসে পড়েছে কয়েকশ’ ভবন। এসব ভবনের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারী ও সাধারণ মানুষ।

এনবিএস/ওডে/সি