ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Logo
logo

ভাষা দিবসে ইংরেজিতে শ্রদ্ধা জানিয়ে বিপাকে জামাল ভূঁইয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

ভাষা দিবসে ইংরেজিতে শ্রদ্ধা জানিয়ে বিপাকে জামাল ভূঁইয়া

 ভাষা দিবসে ইংরেজিতে শ্রদ্ধা জানিয়ে বিপাকে জামাল ভূঁইয়া

২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসটি বাঙালি জাতির জন্য গর্বের। বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন সালাম, বরকত ও রফিকরা। আর তাই প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় বিশ্বজুড়ে। ভাষার জন্য জীবন দিতে হয়েছে এমন ঘটনা পৃথিবীতে বিরল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে তেমনই একটি দিন।
ভাষা শহীদদের স্মরণে দেশজুড়ে চলছে নানা আয়োজন। সম্মান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাদ যাচ্ছেন না ক্রীড়াঙ্গনের মানুষরাও। তবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বাংলার পরিবর্তে ইংরেজিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এতে করে তিনি নেটিজেনদের রোষানালেও পড়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এক পোস্টে ইংরেজিতে ভাষা দিবসের শ্রদ্ধা জানিয়েছেন জামাল। ইতোমধ্যে অনেকেই এটি নিয়ে সমালোচনা করছে। যে ভাষার জন্য এতো প্রাণ ঝরেছে, সেই ভাষা দিবসে অন্তত বাংলায় শ্রদ্ধা জানানো যেত বলে মত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেরই।

অন্যদিকে ক্রীড়া সাংবাদিকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, সে (জামাল) ঠিকমতো বাংলা বলতে পারে না, সেটা সমস্যা না। বছরের প্রতিদিন ইংরেজিতে লিখুক কোনো সমস্যা নেই। তবে আজ অন্তত বাংলায় লিখতে পারতো। তিনি আরো বলেন, এই কাজটা হয়তো তার পেজের এডমিনরা করে থাকতে পারে। তবুও তার খেয়াল রাখা উচিত ছিল।

এনবিএস/ওডে/সি