ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১
Logo
logo

ভারতকে বিদায় দিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

ভারতকে বিদায় দিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

 ভারতকে বিদায় দিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আধিপত্য ধরে রাখলো চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তারা প্রথম সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে টানা সপ্তমবার ফাইনালে উঠলো। অস্ট্রেলিয়ার করা ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি ভারত।

কেপ টাউনে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় দুই অস্ট্রেলিয়ান ওপেনার এলিসা হিলি আর বেথ মুনি। ২৫ রান করে এলিসা আউট হলে ভাঙে ৫২ রানের উদ্বোধনী জুটি। এরপর অধিনায়ক মেগ ল্যানিংকে সাথে নিয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন বেথ। ৩৭ বলে ৫৪ রান করে আউট হন বেথ।

এরপর অ্যাশলি গার্ডনারের ১৮ বলে ৩১ আর অধিনায়ক মেগ ল্যানিং’র ৩৪ বলে অপরাজিত ৪৯ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে থামে অস্ট্রেলিয়ার নারীদের ইনিংস।

গেলো বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জেতা হয়নি ভারতের। এবার সেই প্রতিশোধ নেবার মিশনটা ভালো হয়নি হারমানপ্রিতদের। দলীয় ২৮ রানের মধ্যে শেফালি ভার্মা, স্মৃতি মানধানা আর ইয়াস্তিকা ভাটিয়ার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

৪র্থ উইকেট জুটিতে জেমিমাহ রদ্রিগেজকে সাথে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে দলের জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন অধিনায়ক হারমানপ্রিত কর। দলীয় ৯৭ রানে জেমিমাহ ২৪ বলে ৪৩ রান করে আউট হলে আবারও হারের শঙ্কায় পড়ে ভারত। আর দলীয় ১৩৩ রানে হারমানপ্রিত কাউর রান আউটে কাটা পড়লে ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায় তাদের। আউট হবার আগে ৩৪ বলে ৫২ রান করেন ভারতের অধিনায়ক।

এনবিএস/ওডে/সি