ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ ১৪৩২
Logo
logo

ফ্লাইওভার আর গুলশানের আভিজাত্য দেখে মুগ্ধ সৌরভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

ফ্লাইওভার আর গুলশানের আভিজাত্য দেখে মুগ্ধ সৌরভ

 ফ্লাইওভার আর গুলশানের আভিজাত্য দেখে মুগ্ধ সৌরভ

 ভারতীয় ক্রিকেটের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৯ বছর পর বাংলাদেশে এসেছেন। মেয়র কাপের উদ্বোধন এবং একটি ব্যাংকের প্রচারণার কাজে তার এই সফর। এত বছরে ঢাকার রূপ অনেক বদলে গেছে। বাংলাদেশের এসব উন্নয়ন দেখে প্রশংসা করতে ভোলেননি সৌরভ।

মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে সৌরভ বলেন, যতবার ঢাকা আসি, আমি প্রচুর পরিবর্তন দেখতে পাই। আমি ৯ বছর পর এসে দেখলাম রাস্তা অনেক চওড়া হয়েছে, বিভিন্ন ফ্লাইওভার হয়েছে। গুলশান দিয়ে যখন এলাম দেখলাম এখানেও অনেক পরিবর্তন এসেছে। এই উন্নয়ন কাদের জন্য? যুবসমাজের জন্য। তাই এই উন্নয়নের সঙ্গে তোমরা এগোও, উন্নয়নের অংশ হও। মাদক জীবনের সমাধান নয়। কঠোর পরিশ্রমই একমাত্র সমাধান। তাই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকো, গান-বাজনার সঙ্গে যুক্ত থাকো, শিক্ষার সঙ্গে যুক্ত থাকো। এগুলো তোমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।

বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সৌরভ আরো বলেন, আমার স্পষ্ট মনে আছে, ইনডিপেনডেন্স কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে আমরা ৩১৫ রান তাড়া করে জিতেছিলাম। তখনকার দিনে ৩১৫ রান চেজ করা খুব কঠিন ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন এত সুন্দর আলো ছিল না। ফুটবলের আলোয় খেলা হয়েছে এবং সে ম্যাচটা আমরা জিতেছিলাম।

তিনি আরো বলেন, ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্ট হিসেবে প্রথম যে পিঙ্ক টেস্ট আয়োজন করেছিলাম তা বাংলাদেশের বিপক্ষে। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কলকাতায় আমার আমন্ত্রণে, ওই টেস্ট ম্যাচ দেখতে। প্রচুর মধুর সময় কেটেছে বাংলাদেশের মানুষের সাথে।

এনবিএস/ওডে/সি