প্রায় দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পদার্পণ করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর তার এই ফেরাকে কেন্দ্র করে নয়াপল্টনে তৈরি হয় উৎসবের আমেজ।

সোমবার বিকেল সাড়ে তিনটায় গুলশানের বাসা থেকে তার গাড়িবহর নয়াপল্টনের দিকে রওনা দেয়। তবে ভক্ত নেতাকর্মীদের ব্যাপক ভিড়ের কারণে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছাতেই তার সময় লেগে যায় প্রায় আধা ঘণ্টা। নিরাপত্তাকর্মীদের ভিড় ঠেলে তাকে ভেতরে নিতে বেশ বেগ পেতে হয়।

কার্যালয়ের সামনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের শীর্ষ নেতারা। নেতাকর্মীরা তার নামে জোরেশোরে স্লোগান দিতে থাকেন। বিকেল সোয়া চারটার দিকে তিনি বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দ্বিতীয় তলায় প্রবেশ করেন।

কে কে ছিলেন স্বাগত জানাতে?
তাকে স্বাগত জানাতে নিচতলায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাস্চিব হাবিব-উন-নবী খান সোহেল-সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

দুপুর থেকেই ভিড় জমে উঠেছিল
তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই দুপুর থেকেই কার্যালয় চত্বর ও আশপাশের রাস্তায় নেতাকর্মীদের সমাগম বাড়তে থাকে। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়।

'আজ শুধু দোয়া চাই' - তারেকের আবেদন
এরপর দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে মাইক হাতে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারেক রহমান বলেন, "আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আমার কোনো কর্মসূচি নেই। দলীয় কর্মসূচি হলে তখন কথা বলব। আজ শুধু আমার জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করবেন—আমিও আপনাদের জন্য দোয়া করছি।"

তিনি আরও বলেন, "আমি আপনাদের আবেগ-অনুভূতি বুঝি। কিন্তু দয়া করে রাস্তাটা ফাঁকা করে দিন, যাতে সাধারণ মানুষের চলাচলে কষ্ট না হয়। আমরা সবাই মিলে এমন দেশ গড়ব, যাতে মানুষের কল্যাণ হয়। রাস্তার কোথাও কাগজ পড়ে থাকলেও তা তুলে পরিষক্কার করব—মানুষের উপকারই আমাদের লক্ষ্য।"

 

news