বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরে সরাসরি নোয়াখালী আসছেন। আগামী ২৫ জানুয়ারি তার এই সফরের সম্ভাব্য দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফর রয়েছে। সেই সফরের অংশ হিসেবেই তিনি একদিনের জন্য নোয়াখালী আসবেন।

এর জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে নোয়াখালীর ভুলু স্টেডিয়াম। ইতিমধ্যে তারেক রহমানের নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠটি পরিদর্শনও করেছে। জেলা বিএনপির নেতারাও সেই সময় উপস্থিত ছিলেন।

মো. শাহজাহান বলেন, তারেক রহমানের এই আগমনকে ঘিরে নোয়াখালীতে এখন তোড়জোড় প্রস্তুতি চলছে। নেতার বক্তব্য শোনার জন্য নোয়াখালীবাসীও রয়েছেন অধীর আগ্রহে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, দেশে ফেরার পর এই প্রথম ঢাকার বাইরে সফর করবেন তারেক রহমান। তিনি সিলেট থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন। তিনি দাবি করেন, নোয়াখালী বিএনপির ঘাঁটি হওয়ায় লাখো মানুষ তার বক্তব্য শুনতে সমবেত হবেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টফি এই সফরকে ‘ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক’ বলে আখ্যায়িত করেছেন। তার মতে, দীর্ঘদিন পর শীর্ষ নেতার সরাসরি উপস্থিতি তৃণমূল পর্যায়ে নতুন গতি ও আত্মবিশ্বাস তৈরি করবে।

জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ বলেন, চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতিতে নেমে পড়েছেন। এই মহাসমাবেশ নোয়াখালীর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ২০০৩ সালের পর এই প্রথম নোয়াখালীতে এত বড় মহাসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। তার এই সফর নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

news