হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই ক্রিকেটারের মৃত্যু

খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটারের। ভারতের আমদাবাদের কাছে স্থানীয় একটি প্রতিযোগিতায় এই ঘটনা ঘটেছে। মৃত ক্রিকেটার গুজরাতের পণ্য পরিষেবা কর দফতরের কর্মী ছিলেন। ৩৪ বয়সি বসন্ত রাঠোড় বল করার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ভারতের গুজরাটের পণ্য পরিসেষা কর জিএসটি দফতরের কর্মী বসন্তের ক্রিকেটই ছিল প্রাণ। সেই ক্রিকেট খেলতে খেলতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। আমেদাবাদের একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচ খেলছিলেন বসন্ত।

অলরাউন্ডার বসন্ত বল করার সময় প্রথমে অস্বস্তি অনুভব করেন। এরপর বুকে ব্যথা শুরু হয় তার। সতীর্থ এবং আয়োজকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। বসন্তের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় পরে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সোলা সিভিল হাসপাতালে।

চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি ওই অলরাউন্ডারকে। হাসপাতালেই মৃত্যু হয় বসন্তের। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে তার।

এনবিএস/ওডে/সি

news