ওকসকে ফেরালেন তাসকিন, ৬ উইকেট হারালো ইংল্যান্ড

হাসান মাহমুদ তার আগের ওভারে বাটলারকে ফিরিয়েছিলেন। পরের ওভারে এসে ফেরালেন স্যাম কারানকে। সব মিলিয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে ইংল্যান্ড।

ফিল সল্টের পর মালানকে ফেরান অধিনায়ক সাকিব। এরপর জুটি গড়ার চেষ্টা করেন ইংলিম অধিনায়ক বাটলার এবং বেন ডাকেট। বেনকে বোল্ড আউট করেন মুস্তাফিজ। তার পরের ওভারের প্রথম বলেই ভয়ংকর হয়ে বাটলারকে ফেরান হাসান মাহমুদ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বাটলার ও ফিল সল্ট এর আক্রমণাত্মক ব্যাটিংয়ে নাসুমের প্রথম ওভারে ৯ রান তোলে ইংল্যান্ড। শুরু থেকেই দেখে শুনে ব্যাট করেন ইংলিশ দুই ব্যাটার।

পাওয়ার-প্লে তে ইংল্যান্ডের সংগ্রহ ৫০ রান। নাসুমের বলে বাটলারের ক্যাচ মিস করেন সাকিব এতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ব্যাটিং তাণ্ডব শুরু করে সল্ট। ৩২ রান করে নাসুমের বলে আউট হন ফিল সল্ট। পিচের ওপর প্রান্তে থিতু হন জশ বাটলার।

মাত্র ৪ রানের সাকিবের বলে বাউন্ডারিতে শান্তর হাতে কাটা পড়ে মালান। ২৯ বলে ৪১ রানে অপরাজিত বাটলার।

এনবিএস/ওডে/সি

news