তৌহিদের পর শান্তকেও হারালো বাংলাদেশ

দুর্দান্ত ব্যাটিংয়ে শান্ত হাফ সেঞ্চুরীর দেখা পেয়েছেন। অপরদিকে ভালো শুরু করা হৃদয়কে আউট করেছেন মইন আলী। তার একটু পরেই শান্তকে সরাসরি বোল্ড করেছেন মার্ক উড। ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রানে ব্যাট করছে ঠাইগাররা।

ঝড়ো ব্যাটিং করছেন শান্ত এবং তৌহিদ হৃদয়। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৮ রান।

পাওয়ার প্লেতে ওপেনিং জুটি ফিরে গেলেও ৫৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন সদ্য অভিষিক্ত তৌহিদ হৃদয় এবং নাজমুল শান্ত। চার বলে ৪ টি বাউন্ডারি মেরেছেন শান্ত।

লিটন-রনির দারুণ শুরুর পরেও সেটা আর ধরে রাখতে পারেননি। দুজনেই ফিরে গেছেন ৫ ওভারের মধ্যে।

দারুণ শুরু করেছিলেন রনি তালুকদার। তাকে সঙ্গ দিচ্ছিলেন লিটন দাস। তবে পেসারদের দিয়ে সাফল্য না পাওয়া ইংলিশরা স্পিনারকে এনে পেলো সাফল্য। আদিল রশিদের বলে ফিরে গেছেন রনি।

প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করেছে ইংল্যান্ড। বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গেছে বাংলাদেশ। ক্রিজে আছেন লিটন দাস এবং রনি তালুকদার। ৪ দিয়ে খেলা শুরু করেছেন লিটন।

এনবিএস/ওডে/সি

news