পর্তুগালের জার্সিতে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো

কাতার বিশ্বকাপে ব্যর্থতা ও অবহেলার পর বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ দিকে এসেও সৌদি লিগে যোগ দিয়ে পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। ৩৮ বছর বয়সি এ খেলোয়াড় এখনো জাতীয় দলকে বিদায় জানাননি।

কাতার বিশ্বকাপে দলের কোচ ও ম্যানেজমেন্টের সাথে দ্বন্দ্বের কারণে পর্তুগিজ মহতারকাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। এমন ঘটনা দেখে অবাক হয়েছিলো সকল ফুটবল ভক্তরা। এরপর পর্তুগালের জার্সিতে রোনালদোকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে রোনালদোর জাতীয় দলে খেলা নিয়ে সুখবরই দিয়েছেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ।

কাতার বিশ্বকাপের পরই পর্তুগালের দায়িত্ব নেন মার্টিনেজ। এখন পর্যন্ত পর্তুগালকে নিয়ে বড় কোনো পরীক্ষা দিতে হয়নি তাকে। মার্টিনেজের সামনে বড় চ্যালেঞ্জ ইউরো ২০২৪-এর বাছাইপর্ব। সেই বাছাইপর্বের ম্যাচের জন্য এখনো পর্তুগাল দল ঘোষণা না করলেও সেই দলে সুযোগ পাচ্ছেন রোনালদো। অর্থাৎ রোনালদোকে দলে রেখেই ২০২৪ ইউরোর স্বপ্ন দেখছে পর্তুগাল।

এনবিএস/ওডে/সি

news