বিশ্বের সেরা পাঁচের একটি হবে সৌদি আরব ফুটবল লিগ: রোনালদো

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদানের পর সৌদি আরবের ফুটবল লিগ নিয়ে বিশ্বে উৎসাহ বেড়ে যায় ফুটবল মোদিদের। তারকা এই ফুটবলার যোগ দেওয়ার পর থেকে নিয়মিতই এই লিগের খোঁজ-খবর রাখছেন ফুটবলপ্রেমীরা।

বর্তমানে একশোরও বেশি চ্যানেলে দেখানো হয় সৌদি আরবের লিগের ম্যাচ। আল নাসরে যোগদানের পরই রোনালদো জানিয়েছিলেন, এই লিগ যে কতোটা প্রতিযোগিতাপূর্ণ সেটি বাইরের মানুষ জানে না। পুরনো সেই কথাই যেন আবার নতুন করে মনে করিয়ে দিলেন রোনালদো। তিনি বলেন, আমি সৌদি আরবে এসে এখানকার খেলার মান দেখে অবাক হয়েছি। এটি খুবই প্রতিযোগিতামূলক একটি জায়গা।

ভবিষ্যতে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি সৌদি লিগ হবে বলেও মনে করেন তিনি। রোনালদো বলেন, আমি বলবো না যে, এই লিগের মান প্রিমিয়ার লিগের মতো। তবে যেভাবে এগোচ্ছে তাতে আগামী ৬-৭ বছরের মধ্যে বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হতে পারে সৌদি লিগ।

এনবিএস/ওডে/সি

news