নিউক্যাসল ইউনাইটেডে পিষ্ট শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড

অবিশ্বাস্য হলেও সত্যি, ইংলিশ লিগে শক্তিশালী ম্যানচেস্টার প্রতিপক্ষের সামনে দাঁড়াতে পারেনি। কয়েকবারের চেষ্টায়ও গোল আদায় করতে পারেনি তারা। বরং নিজেদের মাঠে উজ্জীবিত ফুটবলের পসরা বসালো নিউক্যাসল ইউনাইটেড। মলিনতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল এরিক টেন হাগের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার ২-০ গোলে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় হলো আরও দীর্ঘায়িত। আন্তর্জাতিক বিরতির আগের দুই রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ৭-০ ব্যবধানে ভরাডুবির পর সাউথ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। ব্যর্থতার ধারায় এবার তারা হেরেই গেল।

২৭ ম্যাচে দুই দলের পয়েন্টই সমান ৫০ করে, গোল পার্থক্যে এগিয়ে তৃতীয় স্থানে আছে নিউক্যাসল। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল অনেকটা ধরাছোঁয়ার বাইরে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রেখে ইউনাইটেডকে চেপে ধরার টেষ্টা করছিল নিউক্যাসল। কিছুটা কোণঠাসা থাকা ইউনাইটেডও পাল্টা জবাব দিতে ছিল মরিয়া। জমে ওঠে ম্যাচ। দ্বাদশ মিনিটে সফরকারীদের ডাচ ফরোয়ার্ড ভট ভেহর্স্টের শট বাইরের জাল কাঁপায়

এনবিএস/ওডে/সি

news