মন্টি কার্লোর ফাইনালে রুনি-রুবলেভ

ফ্রান্সের মোনাকো শহরের মন্টি কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন ডেনমার্কের হোলগার রুনি ও রাশিয়ার আন্দ্রে রুবলেভ। পঞ্চম বাছাই রুবলেভ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ৫-৭, ৬-১ ও ৬-৩ সেটে মার্কিন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিজকে হারিয়ে এখন ক্যারিয়ারের ত্রোয়োদশ এটিপি শিরোপা লাভের অপেক্ষায় রয়েছেন। মন্টি কার্লো টেনিসের ফাইনালে এ নিয়ে দ্বিতীয় বার উঠলেন রুবলেভ।    

অপর সেমিফাইনালও ছিল বৃষ্টিবিঘ্নিত। এই ম্যাচে ষষ্ঠ বাছাই রুনি ১-৬, ৭-৫ ও ৭-৫ সেটে ইতালির জানিক সিনারকে হারিয়ে দেন। ২৫ বছর বয়সী রুবলেভ এবং ১৯ বছর বয়সী রুনি চলতি বছরে প্রথম বারের মতো কোনো টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।

এই টুর্নামেন্ট থেকে শীর্ষ বাছাই এবং বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আগেই বিদায় নিয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন গ্রীসের স্তেফানোস তিসিতসিপাস ও তৃতীয় বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভ কোয়ার্টার ফাইনাল এবং বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ডে হেরে যান।   

এনবিএস/ওডে/সি

news