‘সাংবাদিকদের বাপের জুতা পরা ছবি’ চেয়ে ক্ষমা চাইলেন কাজী সালাউদ্দিন

সাংবাদিকদের হেয় করে কথা বলে ফের সমালোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার বাফুফে ভবনে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদসম্মেলন শুরুর আগ মুহূর্তে সাংবাদিকদের হেয় করে কথা বলেন সালাউদ্দিন। যেখানে তিনি সাংবাদিকদের বাবা-মাকে কটাক্ষ করতেও ছাড়েননি। এ ঘটনায় জন্য পরে ক্ষমা চেয়েছেন বাফুফে সভাপতি। বলেছেন, তিনি নাকি সে সময় তার সহকর্মীদের সঙ্গে ‘জোক করছিলেন’।

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় কাজী সালাউদ্দিন বলেন, ‘নিউজে দেখছি যে আমি সাংবাদিকদের হার্ট করার জন্য একটা কথা বলেছি। সত্যি কথা আমি সাংবাদিকদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে (কাজী নাবিল আহমেদ, বাফুফের সহ-সভাপতি) একটা জিনিস নিয়ে জোক করছিলাম। সেটা যে কেউ টেপ করছিল আমি জানি না। আমি এ কথায় যদি কাউকে হার্ট করে থাকি, দুঃখ দিয়ে থাকি, আমি খুবই দুঃখিত। আমি ক্ষমা চাই, আমি আপনাদের ইন্টেনশলানি কিছু বলিনি।’

সালাউদ্দিন তার কথার শেষে আবারও বলেন, ‘এটা আমাদের ব্যক্তিগত জোক চলছিল। অবশ্যই আমি খুবই দুঃখিত, যদি আমি কাউকে হার্ট করে থাকি।’

এদিন বাফুফের কার্যনির্বাহী কমিটির প্রায় চার ঘণ্টার লম্বা সভা শেষে বোর্ড রুমে ঢোকার অনুমতি মেলে অপেক্ষারত ক্রীড়া সাংবাদিকদের। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনসহ শীর্ষ কর্তাদের প্রায় সকলেই ছিলেন সভা কক্ষে। সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে বাফুফে সভাপতির সামনে রেকর্ডার অন করে রাখছিলেন সাংবাদিকরা।

আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে সহকর্মীদের সঙ্গে সালাউদ্দিনকে সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে কটাক্ষ করতে শোনা যায় সেই রেকর্ডে। তার পাশে থাকা বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের কাছে বলেন, 'জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মা'র।'

পাশ থাকা বাফুফের অন্য কোনো সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে প্রত্যুত্তরে সালাউদ্দিন বলেন, 'আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।'

এনবিএস/ওডে/সি

news