হালান্ডের রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়
ইংলিশ লিগে দুর্দান্ত ম্যানচেস্টার সিটি, দুর্দান্ত তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড পাত্তাই পেলো না ম্যানসিটির কাছে। হালান্ড একাই যেনো ত্রাস হয়ে দাঁড়ালেন ওয়েস্টহ্যামের কাছে।
এই তারকা ফুটবলার প্রতিপক্ষের গোলমুখে দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অবিশ্বাস্য ছন্দে জালের দেখা পেলেন তিনি আবারও, গড়লেন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। তার স্মরণীয় রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। নাথান আকের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। শেষ দিকে জালের দেখা পান ফিল ফোডেন।
লিগে সবশেষ সিটি হেরেছিল সেই ৫ ফেব্রুয়ারি, টটেনহ্যাম হটস্পারের মাঠে। এরপর থেকে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত দলটি, তার মধ্যে ১১টিতেই জয়।
এবারের জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল গুয়ার্দিওলার দল; ৩৩ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।
এনবিএস/ওডে/সি