ডায়মন্ড লিগে ১০০ মিটার স্প্রিন্টে রিচার্ডসনের নয়া রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান মহিলা স্প্রিন্টার শা’ক্যারি রিচার্ডসন দোহায় ডায়মন্ড লিগের ১০০ মিটারে নতুন রেকর্ড গড়ে শিরোপা জিতেছেন।   

২৩ বছর বয়সী রিচার্ডসন ১০.৭৬ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেন। এই ইভেন্টে রিচার্ডসন প্রয়াত স্বদেশী টোরি বোউ’র আগের রেকর্ড ভঙ্গ করেন। ১০.৮০ সেকেন্ডে আগের রেকর্ডের মালিক টোরি মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন গত বুধবার। ইভেন্টে জ্যামাইকার শেরিকা জ্যাকসন দ্বিতীয় এবং ব্রিটেনের ডিনা আশার স্মিথ তৃতীয় স্থান লাভ করেন।

ইভেন্টে শেষে রিচার্ডসন বলেন, আমি খুবই আনন্দিত। আমাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বেশ শান্তি অনূভব করছি। আমি চেষ্টা করেছি নিজের সর্বেচ্চটা দিতে। তাতে সফল হয়ে আমি শিহরিত।  

পুরুষদের ২০০ মিটার স্পিন্টের শিরোপা জয় করেন যুক্তরাষ্টের ফ্রেড কার্লি। অলিম্পিক রৌপ্যপদক জয়ী কার্লি ১৯.৯২ সেকেন্ডে দূরত্ব পার হয়েছেন। অপর মার্কিন স্প্রিন্টার কেনি বেডনারেক দ্বিতীয় ও কানাডার অ্যারন ব্রাউন তৃতীয় স্থান লাভ করেন।

দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন কেনিয়ার ফেইথ কিপেগন ৩ মিনিট ৫৮.৫৭ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে ১৫০০ মিটারের শিরোপা জেতেন।   

এনবিএস/ওডে/সি

news