টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে হুইল চেয়ার ক্রিকেট দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের কলকাতায় যাচ্ছে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন (ডিডিএফ) হুইল চেয়ার ক্রিকেট দল, বাংলাদেশ। শনিবার (৬ মে) তারা দেশ ত্যাগ করবে। এই সিরিজকে ঘিরে প্রায় ১০ দিন অনুশীলন করেছে দলটি। এবার তাদের প্রস্তুতিও বেশ ভালো। তবে শারীরিক প্রতিবন্ধী হয়ে হুইল চেয়ারে বসে ক্রিকেট খেললেও খেলার মাঠে নিজেদের প্রতিবন্ধী হিসাবে মানতে নারাজ তারা। দেশের জন্য নিজেদের সেরাটা মাঠে উপস্থাপন করতে চান তারা।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন, বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক এমদাদুল আহমেদ খান এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীদের সংগঠন ডিডিএফ’র সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না জানান, তাদের প্রস্তুতি শেষ, এখন যাওয়ার পালা। ভারতের হুইল চেয়ার ক্রিকেট দলের সঙ্গে দ্বি-পাক্ষিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা আগামী ৭ মে কলকাতার এনকেডিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ৮ ও ৯ মে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১১ মে দেশে ফিরে আসবে তারা।

এনবিএস/ওডে/সি

news