রাজা তৃতীয় চার্লসের পছন্দনের ফুটবল ক্লাব বার্নলি

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের রাজ পরিবারের দ্বায়িত্ব ওঠে রাজা তৃতীয় চার্লসের কাঁধে। শনিবার (৬ মে) ধর্মীয় ও ব্রিটিশ রাজপরিবারের নিয়মতান্ত্রিকতা মেনে রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। খেলাধুলার সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সম্পর্ক বেশ পুরোনো। রাজপরিবারের দায়িত্বপ্রাপ্ত প্রায় সবাই খেলাধুলার ভক্ত। রাজা তৃতীয় চার্লসও ব্যতিক্রম নন, তিনিও ফুটবলের পাড় ভক্ত। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রাচীন এক ক্লাবের প্রতি কট্টর সমর্থন রয়েছে রাজার। 

ইপিএলের পুরোনো আর ঐতিহ্যবাহী ক্লাব বলতে গেলেই ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল বা আর্সেনালের মতো বড় দলগুলোর নাম চলে আসে। তবে রাজা তৃতীয় চার্লস এসব বড় কোন দলেরই সমর্থক নন। তিনি সমর্থন করেন ইপিএলের অখ্যাত এক ক্লাব বার্নলিকে। চলতি মৌসুমে দলটি ইপিএলে খেলতেই পারেনি। তবে রাজার জন্য বেশ সুখবর বলা যায়, দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমেই ফের প্রিমিয়ার লিগের লড়াইয়ে দেখা যাবে রাজা তৃতীয় চার্লসের সমর্থন পাওয়া ক্লাবটিকে।

এদিকে, তৃতীয় চার্লসের রাজা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিন তার প্রতি সম্মান জানিয়ে ইপিএলের সবগুলো ম্যাচে বাজানো হবে ব্রিটেনের জাতীয় সঙ্গীত।

এনবিএস/ওডে/সি

news