অ্যাশেজ সিরিজের অনিশ্চিত অ্যান্ডারসন

আসন্ন অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ড দলের দুশ্চিন্তা বাড়িয়ে চোটে আক্রান্ত হয়েছেন জেমস অ্যান্ডারসন। তবু তাকে অ্যাশেজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়েছে। ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন অ্যান্ডারসন। এই পরিস্থিতিতে তিনি অ্যাশেজের পাঁচটি টেস্ট খেলার সম্ভাবনা দেখছেন না। 

আগামী ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ১৬ জুন থেকে শুরু হবে পাঁট টেস্টের অ্যাশেজ সিরিজ। যা নিয়ে অ্যান্ডারসন বলেন, আমার মনে হয়, ৫টি ম্যাচ খেলার কথা বলাটা একটু বেশিই আশাবাদী মন্তব্য হয়ে যাবে। আমি মনে করি, তিনটি খেলতে পারলেই ভালো।

শুধু আমার ক্ষেত্রে নয়, যে কোনো বোলারের জন্যই পাঁচটির মধ্যে তিনটির কথা বললে তা তুলনামূলক বাস্তবিক চিন্তা হবে। যদি চারটি হয়, তাহলে তো দারুণ। ক্রিকইনফো
এবারের সিরিজে নিজেদের লক্ষ্য নিয়ে নিয়ে টেস্ট ক্রিকেটে ৬৮৫ উইকেটের মালিক অ্যান্ডারসন বলেন, বিষয়টা হলো, আপনাকে ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে হবে। আমরা যদি পাঁচ দিন মাঠে থেকে ২৫০ ওভার বোলিং করি, এরপর বিশ্রাম নিতে হবে। এছাড়া বৃষ্টি নামতে পারে, আমরা তাদের অল্পে গুটিয়ে দিতে পারি। আমরা কেউই জানি না (কী হতে যাচ্ছে)। তাই পরিস্থিতি অনুযায়ী ভাবতে হবে।

এনবিএস/ওডে/সি 

news