বাফুফের অনুমতি সাপেক্ষে মার্টিনেজকে নিয়ে ঢাকায় আসবো: শতাদ্রু দত্ত

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কলকাতা সফরের আগে বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন। এই ফুটবলারকে কলকাতায় আনছেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতাদ্রু দত্ত। বাংলাদেশ কলকাতার পাশে হওয়ায় মার্টিনেজ বললেন, বাংলাদেশে আর্জেন্টিনার অগণিত ভক্ত রয়েছে। আমি সেখানেই আগে যেতে চাই। কলকাতা সফরের পূর্বনির্ধারিত তারিখ ৪ ও ৫ জুলাই। তার আগে ৩ জুলাই বাংলাদেশ সফর করতে চাইছেন আর্জেন্টিনার এই সেরা গোলকিপার। কথাগুলো আমাদেরসময় ডটকমকে জানিয়েছেন শতাদ্রু দত্ত।

তিনি এই প্রতিবেদককে বলেছেন, আমি মার্টিনেজের ব্যাপারে সালাউদ্দিন বাবুর (বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন) সঙ্গে কথা বলতে চাই। আমাকে একটু হেল্প করুন। সালাউদ্দিন বাবুর সেল নম্বরটা দিন। এক প্রশ্নের জবাবে শতদ্রু দত্ত বলেছেন, আমি জানি বর্তমানে বাফুফে আর্থিক সঙ্কটে রয়েছে। তাই আমরা স্পন্সর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় মার্টিনেজকে নিয়ে ঢাকা সফর করবো। 

তিনি বলেন, ঢাকার বেশ কয়েকটি স্পন্সর কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে। বসুন্ধরা, প্রাণ কোম্পানি ও বিকাশ গ্রুপের সঙ্গে কথা চূড়ান্ত। আরো কয়েকটি কোম্পানির সঙ্গে কথা চলছে।

এনবিএস/ওডে/সি 

news