সৌদির ক্লাবের ১৩৭৮০ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা

চলতি বছর জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। এরপর তিনি বিশ্বের যে কোনো ক্লাবেই নিজের ইচ্ছেমতো যেতে পারবেন। এর জন্য বর্তমান ক্লাব পিএসজিকে কোনো টাকা দিতে হবে না সেই ক্লাবকে। ফ্রি এজেন্ট হয়ে গেলে মেসি কোথায় যাবেন তা নিয়ে বেশ আগ্রহ মেসি ও আর্জেন্টাইন সমর্থকদের।  

তবে তিনটি ক্লাবকে নিয়ে চলছে জোর গুঞ্জন। ক্লাব তিনটি হলো সৌদি আরবের আল হিলাল, যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইতোমধ্যে আল হিলাল মেসিকে রেকর্ড পরিমাণ মূল্যে অফার করে রেখেছে। মেসি সেখানে যোগ দিলে হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। ইন্টার মিয়ামিও তাকে পেতে বেশ আগ্রহী।

তবে চলতি মাসের শুরুর দিকে মেসির দলবদল নিয়ে বোমা ফাটিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তারা জানিয়েছিল মেসি ইতোমধ্যে সৌদির ক্লাবের সঙ্গে রেকর্ড পরিমাণ বেতনে চুক্তি সেরে ফেলেছেন। সেটি বছরে ৬০ কোটি ইউরো। যদিও সেদিনই মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি পরক্ষণেই বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বিষয়টি মিথ্যা।

এবার মেসির দলবদল নিয়ে বোমা ফাটিয়েছে ফ্রান্সের গণমাধ্যম ফুট মেরকাতো। সংবাদমাধ্যমটি লিখেছে, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি গ্রহণ করেছেন। মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলালের মাধ্যমে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৭৮০ কোটি টাকা।

অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো সৌদি ক্লাব আল নাসর থেকে যে বেতন পান তার থেকে মেসিকে দেয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ। এমন লোভনীয় প্রস্তাব এড়ানো যে কারও পক্ষেই একটু কঠিন।

তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি মেসি কিংবা তার বাবা জর্জ মেসি। কেননা তিনি আগেই বলেছিলেন মেসির ভবিষ্যত নিয়ে তারা কথা বলবেন জুনে চুক্তি শেষ হবার পর। দেখা যাক শেষ পর্যন্ত মেসি কোথায় যান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি

news