ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের শিরোপা ম্যানসিটির

গোটা মৌসুম দুর্দান্ত ফুটবল খেলা সিটি যেন ফাইনালে কিছুটা হলেও স্নায়ুচাপে ভুগছিল। অন্যদিকে ইন্টার খেলেছে নিজেদের সর্বস্ব দিয়ে। তাতে ম্যাচটা হয়ে উঠেছিল অনেক বেশি ট্যাকটিকাল। যেখানে শেষ হাসি পেপ গার্দিওলার। স্প্যানিশ কোচের হাত ধরেই ইতিহাস গড়ল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো জিতল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেই সঙ্গে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে জিতল এক মৌসুমে ট্রেবল শিরোপা। গার্দিওলাও ইতিহাসে নিজের জায়গাটা পাকা করলেন।

দুই বছর আগে পেপ গার্দিওলা চেলসির বিপক্ষে ফাইনালে পরীক্ষানিরীক্ষা চালিয়ে ম্যাচ হেরেছিলেন, এবার তা থেকে শিক্ষা নিয়েই গড়লেন ইতিহাস। সিটিজেনদের পরম আরাধ্য চ্যাম্পিয়িন্স লিগের শিরোপা এনে দিলেন বার্সেলোনার হয়ে ইতিহাস গড়া স্প্যানিশ কোচ। কার্লো আনচেলত্তি ও জিনেদিন জিদানের পর তৃতীয় কোচ হিসেবে জিতলেন তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।


শনিবার (১০ জুন) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। সিটির পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন রদ্রি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি

news