পিএসজিতে মেসিকে সম্মান দেওয়া হয়নি : এমবাপ্পে

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। এবার আর্জেন্টাইন তারকার পিএসজি ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিলিয়ান এমবাপেপ্প। ফরাসি স্ট্রাইকার দাবি করেন, ক্লাবে গত দু’বছরে প্রাপ্য সম্মান পাননি মেসি। কাতারে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করলেও সেই ফর্ম চ্যাম্পিয়ন্স লিগে ধরে রাখতে পারেননি। মাসের পর মাস মেসিকে গালিগালাজ করে পিএসজির ফ্যানরা। ফরাসি ক্লাবের বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতি আচরণ নিয়ে সমালোচনা করেন এমবাপ্পে। তিনি বলেন, ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার। মেসির মতো ফুটবলারের ক্লাব ছেড়ে দেওয়া কখনওই ভাল খবর না। ব্যক্তিগতভাবে আমি বুঝতে পারছি না মেসি চলে যাচ্ছে শুনে এত লোক কেন স্বস্তি পেয়েছে।

আমরা মেসিকে নিয়ে কথা বলছি। ওকে সম্মান করতে হবে। কিন্তু ফ্রান্সে সেই যোগ্য শ্রদ্ধা মেসি পাননি। এটা লজ্জার। ওর অভাব মেটাতে আমাদের যা করার করতে হবে। এদিকে চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবেন না মেসি। ফিফা ফ্রেন্ডলি এশিয়া ট্যুরের ম্যাচ খেলতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন চীনে। ১৯ জুন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেসিদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news