টটেনহ্যামের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন বায়ার্নে যোগ দিলেন কেইন

 ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন যে ক্লাব বদল করছেন তা গত কয়েক দিনের ঘটনা প্রবাহে পরিষ্কারই হয়ে গিয়েছিল। বায়ার্ন মিউনিখ তাকে পেতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত ক্লাবটি নিজেদের ইতিহাসে রেকর্ড ফিতে টটেনহ্যাম স্ট্রাইকারকে দলে ভেড়াল।

চার বছরের চুক্তিতে কেইনকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বায়ার্ন। তাকে পেতে দলটির খরচ হয়েছে ১১ কোটি ইউরো। সব ঠিক থাকলে জার্মান চ্যাম্পিয়নদের হয়ে শনিবারই অভিষেক হয়ে যাবে কেইনের। জার্মান সুপার কাপে এদিন লাইপজিগের মুখোমুখি হবে বায়ার্ন। 

৩০ বছর বয়সী কেইনের সঙ্গে টটেনহ্যামের আরও এক বছরের চুক্তি ছিল। বায়ার্ন তাকে পেতে মুখিয়ে থাকলেও তিন তিনবার প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যান হয়েছিল। শেষ পর্যন্ত ক্লাবটির চতুর্থ প্রস্তাবে মন গলে টটেনহ্যামের।তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার ছিল কেইনেরই। এই স্ট্রাইকার নতুন চ্যালেঞ্জই গ্রহণ করেছেন।

বায়ার্নে যোগ দিয়ে কেইন বলেছেন, বায়ার্নের অংশ হতে পেরে আমি খুবই খুশি। বিশ্বের অন্যতম বড় ক্লাবের একটি বায়ার্ন এবং আমি সব সময় বলেছি, ক্যারিয়ার জুড়ে সর্বোচ্চ স্তরে লড়তে ও নিজেকে প্রমাণ করতে চাই আমি।

সব মিলিয়ে টটেনহ্যামের হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করেছেন কেইন। ২০১১ সালে টটেনহ্যামের যুব দল থেকে মূল দলে যোগ দিয়েছিলেন। প্রথম কয়েক মৌসুমে ধারে অন্যত্র খেললেও ২০১৩ সাল থেকে স্পার্সের হয়ে নিয়মিত ছিলেন। এই সময়ে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন তিনি।
টটেনহ্যামের সর্বোচ্চ গোলের মালিক কেইন। ইংলিশ ফুটবলের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ২১৩ গোল নিয়ে কেইন আছেন দ্বিতীয় স্থানে। ২৬০ গোল করে তালিকার সবার ওপরে অ্যালান শিয়েরার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

news