স্পন্সর কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে মাহমুদুল্লাহর স্ট্যাটাস

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ব্যর্থতার গ্লানি কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। আসরে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করলেও এরপর টানা ছয়টি ম্যাচে হেরে গেছে টাইগাররা। 

দলের যখন এমন অবস্থা তখন ঠিক বিপরীত অবস্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে উজ্জল রিয়াদের কারণেই বার বার লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে টাইগাররা। অথচ বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়ে ছিল সংশয়। রিয়াদকে দলে অন্তর্ভুক্তির জন্য আন্দোলনও করেন সমর্থকেরা। এরপর শেষ পর্যন্ত বিশ্বকাপে রিয়াদই এখন পর্যন্ত বিশ্বকাপে টাইগারদের সেরা পারফরমার।

বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান রিয়াদ। সঙ্গে সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাট থেকে। সব দেশের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় পঞ্চদশ স্থানে অবস্থান মাহমুদউল্লাহর। ছয় ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাট করে ৬৮.৫০ গড়ে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ২৭৪ রান করেন ডানহাতি এই ব্যাটার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news