দিল্লিতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন দাস

 কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ঢাকায় এসেছিলেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে দেশে ফিরে ছিলেন তিনি।

পারিবারিক কারণ হওয়ায় বিসিবিও তাকে দুই দিনের ছুটি দিয়েছিলো। কথা ছিল, সব ঠিকঠাক থাকলে শুক্রবার দলে যোগ দিয়ে অনুশীলন করবেন তিনি। 

লিটনও তার কথা রেখেছেন। দিল্লিতে ফিরে গেলেন লিটন। তবে এদিন দলের অনুশীলন বাতিল হয়েছে বলে জানা গেছে। লিটনকে তাই ভ্রমণক্লান্তি নিয়ে অনুশীলন করার দরকার পড়ছে না। 

চলমান ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে প্রথম ম্যাচ জয়ের পর টানা ছয় ম্যাচ হেরেছে টাইগাররা। এতে বিশ্বকাপ মিশন থেকে ছিটকে গেছে হাথুরুসিংহের দল। 

নিজেদের অষ্টম ম্যাচে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব বাহিনী। বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপে পয়েন্ট টেবিলে অন্তত সাত-আটে থেকে শেষ করা। যাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারে দেশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news