আগামীকাল প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

টাইগ্রেসদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান নারী দল। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে কোনো রকম রক্ষা পেয়েছে দ্য গ্রীনরা। প্রথম দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে  সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা। শনিবার প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল।

এর আগে শুক্রবার প্রেস কনফারেন্সে কথা বলেন দুই দলের অধিনায়ক। এছাড়া মিরপুরের সবুজ ঘাসের উপর ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং পাকিস্তানের নিদা দার।

নিগার সুলতানা জ্যোতি বলেন, টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলেছি, তাই সিরিজ জিতেছি। মিরপুরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ভালো খেলে ওয়ানডে সিরিজ জয়ের আশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে সফরকারী অধিনায়ক বলেন, চট্টগ্রামে সিরিজ হারের স্মৃতি ভুলে, মিরপুরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে পুরো দল। ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news