আইপিএলের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে চান সৌদি প্রিন্স সালমান

 সৌদি আরব একাধিক খেলাধুলায় কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করছে। দেশটির এবার নজর পড়েছে বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস ইভেন্ট ক্রিকেটের উপর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিনিয়োগ করতে চান সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে আইপিএলের বড় অংশীদার হতে চান তিনি। - 

এক প্রতিবেদনে বলা হয়, আইপিএলকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চাচ্ছে সৌদি সরকার। ইতোমধ্যে এ নিয়ে ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলেছে তারা। সেই হোল্ডিং কোম্পানির বাজারমূল্য হবে প্রায় ৩০ বিলিয়ন ডলার। তাতে বিশাল ভাগ থাকবে প্রিন্স সালমানের। একই সঙ্গে আইপিএলে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে রাজি সৌদি সরকার। 

গত সেপ্টেম্বরে ভারত সফর করেন প্রিন্স সালমান। সেসময়ই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তার উপদেষ্টা। তবে সেই খবর এতদিন প্রকাশ হয়নি। অবশেষে তাদের পরিকল্পনা ফাঁস হলো।  

বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আইপিএলকে বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চায় সৌদি সরকার। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মতো একে গোটা বিশ্বে বিস্তার ঘটাতে চায় তারা। 

তবে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বিসিসিআই। আইপিএল থেকে প্রতিবছর বিপুল মুনাফা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ অবস্থায় অংশীদারিত্ব অন্য দেশের সরকারের হাতে তারা ছাড়বে কিনা, সেটাই মূখ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বিভিন্ন খেলাধুলায় বিনিয়োগের জন্য তহবিল রয়েছে সৌদির। সেখান থেকেই আইপিএলে অর্থ খরচ করতে চায় তারা। ভবিষ্যতে দেশটিকে ক্রিকেটের প্রাণকেন্দ্রে পরিণত করতে চান প্রিন্স সালমান। সেই লক্ষ্যেই মাল্টি মিলিয়ন ডলারের টুর্নামেন্টে বিনিয়োগ করতে মরিয়া আরব ধনকুবের।

সম্প্রতি আইপিএলে যুক্ত হয়েছে সৌদির অনেক স্পন্সর। দেশটির সঙ্গে আবারও কোনও চুক্তি হলে সম্প্রচারস্বত্বেও পরিবর্তন আসবে। এই খাত থেকেই মূলত বহু কোটি রুপি লাভ করে বিসিসিআই। এখন  দেখার বিষয় সৌদির চাওয়া পূরণ হয় কিনাসূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news