নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন, কোপা আমেরিকার আগে মাঠে ফেরার সম্ভাবনা

গত মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ফাউলের শিকার হন নেইমার। সঙ্গে সঙ্গে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পরবর্তীতে দেশটির ফুটবল ফেডারেশন ইনজুরি কতোটা গুরুত্বর ব্যাপারটি নিশ্চিত করে এবং জানায় অস্ত্রোপচার করানো হবে। 

সেই অনুসারে হাঁটুর চোট থেকে ফিরে আসতে অস্ত্রোপচার করানো হয়েছে নেইমারের। বেলো হরিজন্তের হাসপাতালে শুক্রবার ব্রাজিল জাতীয় দলের সার্জন রদ্রিগো লাসমারের অধীনে করানো এই অস্ত্রোপচার সফল হয়। তবে এখনো জানা যায়নি ঠিক কবে মাঠে ফিরবেন আল হিলাল ফরোয়ার্ড। সূত্র: স্কাইস্পোর্টস

যদিও সংবাদমাধ্যম ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন যে আগামী কোপা আমেরিকার আগে সুস্থ হবেন নেইমার। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে আগামী জুনে।  


অস্ত্রোপচারের পর নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, সব ঠিক হয়ে যাবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news