বাইজুসকে আইনি নোটিশ ভারতীয় ক্রিকেট বোর্ডের 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আর্থিক প্রতারণার শিকার হয়েছে। স্পন্সরের কাছে বড় অঙ্কের অর্থ বকেয়া থাকায় আদালতের দ্বারস্থ হয়েছে বিসিসিআই। ইতোমধ্যেই সেই স্পন্সর কোম্পানিকে নোটিশ পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে আদালত। 

ভারতের স্পন্সর হিসেবে দীর্ঘ সময় চুক্তি ছিল বাইজু’স-এর। বিসিসিআইয়ের অভিযোগ, ১৬০ কোটি টাকা এখনও পরিশোধ করেনি তারা। সেই বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 

নাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’ ইতোমধ্যেই নোটিশ পাঠিয়েছে বাইজু’স-কে। সেই নোটিশে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে তাদেরকে জবাব দেয়ার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ করা হবে। বিসিসিআইয়ের দাবি, ছয় মাসের টাকা বকেয়া রয়েছে বাইজু’স-এর। নিজেদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বাইজু’স জানায়, দ্রুতই সমস্যা মিটে যাবে। 

news