মনে রাখার মতো তিনটি দিন চলে গেলো, সামনে হতে পারে সিরিজ জয়ের উৎসব 

দেশের ক্রীড়াঙ্গনে টানা তিন দিন তিন রকমের জয়োৎসব করেছিলো ভক্তরা। দারুণ তিন জয় উপভোগ করলেন বাংলাদেশের ক্রিকেট-ফুটবলের ভক্তরা। এই তিন জয়ের স্বাদ যেমন তিন রকম। তেমনি ভিন্ন ভিন্ন কীর্তিও আছে। 

বিশ্বকাপ শেষ করেই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গত ২ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের বিপক্ষে ১৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে টেস্ট জিতেছিল বাংলাদেশ। এই ব্ল্যাক ক্যাপসদের ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে টাইগাররা। তবে ঘরের মাঠে তাদের পূর্বে টেস্ট হারাতে পারেননি সাকিব-তামিমরা। এবার ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তর দলের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের একদিন পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটে আসে আরেকটি জয়। গত ৩ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিতেছে ১৩ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে নারী ক্রিকেট দলের এটি প্রথম টি-২০ জয়। 

এরপর ৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার সিঙ্গাপুর নারী ফুটবল দলের বিপক্ষে ৮-০ গোলের ঘরের মাঠে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক টায়ার-১ এর দ্বিতীয় ম্যাচ ছিল এটি। প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছিল ৩-০ গোলে।

বাংলাদেশ নারী ও পুরুষ ক্রিকেট দলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ ক্রিকেট দল এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছে। কিন্তু তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নেওয়ার পালা। একইভাবে নারী ক্রিকেট দলের সামনে দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজ জয়ের সুযোগ। 

news