বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

ঢাকা টেস্টের প্রথম দিনে দুই দল মিলে ১৫ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে ১৭২ রানের অলআউট হয়েছিলো টাইগাররা। বিপরীতে তৃতীয় সেশনে মাত্র ১২ ওভার ৪ বল খেলে ৫৫ রান তুলে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাঠে নামতে পারেনি দুই দল।

বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে নিম্নচাপ বিরাজমান রয়েছে। ভোর রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। তাই ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়। দুপুর পর্যন্ত অপেক্ষা করে আবহাওয়ার কোনো পরিবর্তন না আসায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার।

এছাড়া তৃতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু করার ঘোষণা দেন তিনি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার ৯টা ১৫ মিনিটে মাঠে গড়াবে তৃতীয় দিনের খেলা।

তৃতীয় দিনে ৫ উইকেট হাতে রেখে ৫৫ রান থেকে ব্যাট করবেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। ফিলিপস ৫* এবং মিচেল ১২ রানে অপরাজিত আছেন।

news