বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এরপরই ফিরতি সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। এই সিরিজের কয়েকদিন আগেই শিক্তশালী দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে কেইন উইলিয়ামসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞদের। উইলিয়ামসনের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ল্যাথাম।  
ওয়ানডে সিরিজের দলে নতুন মুখ তিন জন। অলরাউন্ডার জশ ক্লাকসন, পেসার উইল ও'রউক এবং লেগ স্পিনার আদি অশোক। এই লেগ স্পিনারকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য বিবেচনা করা হয়েছে। প্রথম ম্যাচে খেলবেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি। 

বাংলাদেশের বিপক্ষে অনেকটায় দ্বিতীয় সারির দল গঠন করেছে কিউইরা। উইলিয়ামসন-সাউদি ছাড়াও বিশ্রামে রাখা হয়েছে ড্যারিল মিচেল, মিচেল স্যাটনার, গ্লেন ফিলিপস, এবং ডেভন কনওয়ের মতো তারকাদের। 

ডানেডিনে ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ২০ ও ২৩ তারিখে হবে পরের দুই ম্যাচ। আগামী ১১ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপমান, আদি অশোক (২য় ও ৩য় ম্যাচের জন্য), জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও'রউক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচের জন্য) ও উইল ইয়ং। 

news