ইসরায়েলি হামলায় গাজায় ৪৭ জন ক্রীড়াবিদ নিহত

ফিলিস্তিনের গাজা গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ৪৭ জন অ্যাথলেট নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট আরও ১৭ জন টেকনিশিয়ান ও তত্ত্বাবধায়ক নিহত হয়েছেন। গত শুক্রবার প্যালেস্টাইন অলিম্পিক কমিটির বরাতে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা এসব তথ্য জানিয়েছে।

ইসরায়েলকে ধ্বংস দানব আখ্যা দিয়ে ফিলিস্তিন অলিম্পিক কমিটি এক বিবৃতিতে বলেছে, গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে ৪৭ জন ক্রীড়াবিদ এবং ১৭ জন প্রযুক্তিবিদ ও প্রশাসককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

অলিম্পিক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় বছর বয়সী কারাতে খেলোয়াড় ইয়াসমিন শরফও রয়েছে। যার স্বপ্ন ছিল আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করা।

ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে অলিম্পিক কমিটি জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলা চালিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) স্টেডিয়াম, বেইট হানুন স্টেডিয়াম, তিনটি অশ্বারোহী ক্লাব, একটি বেসবল মাঠ ও বেশ কয়েকটি মার্শাল আর্ট সেন্টারসহ অসংখ্য ক্রীড়া সুবিধা ধ্বংস করেছে।

news