বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না উইলিয়ামসন

কয়েকদিন আগে কেইন উইলিয়ামসনকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। তবে সিরিজ শুরুর আগেই এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

হাঁটুতে চোটের কারণে উইলিয়ামসনকে বিশ্রামে থাকতে বলেছে মেডিক্যাল বোর্ড। অপরদিকে তাকে বাংলাদেশের বিপক্ষে খেলিয়ে অহেতুক ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড ক্রিকেট। সামনের গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সিরিজের জন্য উইলিয়ামসনকে ভালোভাবে প্রস্তুত করতে চায় বোর্ড।

একইসাথে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে পেসার কাইল জেমিসনকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডে ফেরাতে চায় নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। 

টি-টোয়েন্টি স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া এই দুই ক্রিকেটারের পরিবর্তে স্কোয়াডে এসেছেন রাচিন রাবিন্দ্রা ও জ্যাকব ডাফি। আগামী ২৭ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নেপিয়ারে। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গুনুইয়ে।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রা, বেন সিয়ার্স, টিম সেফার্ট, ইশ সোধি  মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, ও টিম সাউদি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news