ফর্টিস এফসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে উড়ন্ত সূচনা মোহামেডানের

গত চার মৌসুমে ভালো খেলেও শিরোপা জিততে পারেনি আবাহনী লিমিটেড। চ্যাম্পিয়ন বসুন্ধরার পরেই তাদের অবস্থান। তবে এবার শিরোপা স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শুরুতে হোঁচট খেতে হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবকে। ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেজের গোলে এগিয়ে গিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। দিনের অন্য ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-১ ফর্টিস এফসিকে হারিয়েছে মোহামেডান।

শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ২১ মিনিটে আবাহনী এগিয়ে যায়। ব্রাজিলের ফুটবলার ফের্নান্দেজ গোল করে দলকে লিড এনে দেন। বিরতির পরও আবাহনী এগিয়ে ছিল। কিন্তু একপর্যায়ে গিয়ে রহমতগঞ্জ দাপট দেখায়।

৬৭ মিনিটে রহমতগঞ্জ ম্যাচে সমতায় ফেরে। ঘানার আক্রমণভাগের খেলোয়াড় আর্নেস্ট বোয়েটেং দারুণ গোল করে দলের হার এড়ান। শেষের দিকে আবাহনী কর্নার পেয়েও পোস্টে বল রাখতে পারেনি। শুরুর ম্যাচে তাই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা স্টেডিয়ামে মোহামেডান ড্র করতে করতে জয় পেয়েছে। ১৩ মিনিটে মোজাফফরভের অ্যাসিস্টে শাহরিয়ার ইমন গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ফর্টিস ম্যাচে সমতায় ফেরে। ৪৩ মিনিটে গাম্বিয়ান ওমর সারের লক্ষ্যভেদে সাদা-কালোরা ধাক্কা খায়। অ্যাসিস্ট করেছিলেন মোহাম্মদ আকাশ।

তবে শেষ দিকে ফর্টিসের এক পয়েন্ট নেওয়ার স্বপ্নে বড় ধাক্কা লাগে। ৯০ মিনিটে মেহেদী হাসান মিঠুর বানিয়ে দেওয়া বলে নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি গোল করে মোহামেডানকে তিন পয়েন্ট এনে দেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news