ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাকিব-তামিম-মুশফিকরা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পশ্চি পাকিস্তানিদের ১৪৪ ধারা ভঙ্গ করে বুলেটের আঘাতে বুকের তাজা রক্ত ঢেলে দেন সালাম, বরকাত, রফিক, শফিক, জব্বার, শফিউলরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙ্গালি জাতি। জাতীয় দলের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

অলরাউন্ডার সাকিব আল হাসান তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা

দেশসেরা ওপেনার তামিম ইকবালও তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, মহান ২১শে ফেব্রুয়ারি...আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

বাংলাদেশে ক্রিকেটের ডিপেন্ডয়েবল খ্যাতো মুশফিকুর রহিম ভাষা শহীদের স্মরণে ফেসবুকে পোস্ট করেছেন, সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

দেশের তিন ফরম্যাটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য শুধু গ্রাফিক্যাল ইমেজ পোস্ট করেই শ্রদ্ধা জানিয়েছেন। তাতে লিখেছেন, একুশের চেতনায় উজ্জীবিত হোক বাঙ্গালীর হৃদয়।

আরেক উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনো পরাধীন থাকে না। ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

বিপিএল মঙ্গলবার শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব। দুই দিন বিরতির পর শুক্রবার ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব।

news