মারা গেলেন জার্মান বিশ্বকাপজয়ী আন্দ্রেজ ব্রিহমি

ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৯০ সালে ফিফা বিশ্বকাপ জার্মানির ঘরে তোলার নায়ক আন্দ্রেজ ব্রিহমি মারা গেছেন। ফাইনালে তার পেনাল্টি গোলে আলভিসেলেস্তদের হারিয়ে তৃতীয়বারে মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ৬৩ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি। জার্মান ফুটবল ক্লাব এফসি কাইজারসৌটার্ন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ মৃত্যুতে তারা শোকাহত।

তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনাও জানায় ক্লাব। ১০ বছর ব্রিহমি ক্লাবটির লাল জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া তিনি জার্মান কাপ (ডিএফবি পোকাল) জিতেছেন তার ক্যারিয়ারে।-

জার্মানির অন্যতম বড় ক্লাব বায়ার্ন মিউনিখসহ ব্রিহমি তার ক্যারিয়ারে খেলেছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানেও। ইন্টারের হয়ে তিনি সিরি’আ ও ইতালিয়ান সুপার কাপও জিতেছেন।

news