চাপম্যান ঝড়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনলো নিউজিল্যান্ড

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে পাকিস্তান। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় আনলো নিউজিল্যান্ড। ৪২ বল খরচায় ৯টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন চাপম্যান।

রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ২০ বলে অপরাজিত ৪১ রান করেন শাদাব খান। এছাড়া সাইম আইয়ুব ৩২ রান, বাবর আজম ৩৭, মোহাম্মদ রিজওয়ান ২২ ও ইরফান খান ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেন।

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন ইশ সোধি। এছাড়া ১টি করে উইকেট তোলেন মাইকেল ব্রেসওয়েল এবং জ্যাকব ডাফি।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম রবিনসন এবং টিম সেইফার্ট উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪২। ১৬ বলে ২১ রান করেন সেইফার্ট। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন রবিনসন।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন ডিন ফক্সক্রফট এবং মার্ক চাপম্যান। ফক্সক্রফট কিছুটা ধীরেসুস্থে আগাতে থাকলেও চ্যাপম্যান ছিলেন অপ্রতিরোধ্য। ফক্রক্রফট ৩১ রানে আউট হলে শাহীন আফ্রিদি-নাসিম শাদের ওপর তাণ্ডব চালাতে থাকেন চাপম্যান। চাপম্যানের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। ৫ বলে অপরাজিত ৬ রান করেন জেমস নিশাম। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ২ টি ও নাসিম শাহ একটি উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news