বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ-লেবানন ম্যাচ কাতারে

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাই পর্ব ম্যাচে লেবাননের বিরুদ্ধে শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত দেশ লেবানন ম্যাচটি আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যুতে। আগামী ১১ জুন কাতারের দোহায় আল সাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০ টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন।

লেবানন ও ফিলিস্তিন দুই দেশই অভ্যন্তরীণ সমস্যার কারণে হোম ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়। বাংলাদেশ গত মাসে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে খেলেছে। এবার জুনে লেবাননের ম্যাচ খেলবে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশে জামাল ভূঁইয়াদের একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news