আবারো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার পাকিস্তানের শাহীন

ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। বুধবার (২৪ এপ্রিল) আইসিসির প্রকাশিত হালনাগাদে টি-টোয়েন্টি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে এই তথ্য ঘোষণা করা হয়।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের প্রথম তিন টি-টোয়েন্টি শেষে সিরিজের শীর্ষ উইকেটশিকারী শাহীন। প্রথম ম্যাচটি বৃষ্টিতে হয়েছিল মাত্র দুই বলের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাত উইকেটের জয়ে তিন উইকেট শিকার করেন তিনি। তাতেই র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে ১৭তম স্থানে রয়েছেন এই পেসার। এতদিন শীর্ষে থাকা হারিস রউফ এই সিরিজে না খেলায় চার ধাপ নেমে ২২ নম্বরে।

ইংল্যান্ডের আদিল রশিদ যথারীতি বোলারদের তালিকায় শীর্ষে। আরেক স্পিনার ইশ সোধি পাকিস্তান সিরিজে তিন উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৮ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটার  র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। পাকিস্তান সিরিজের মাঝপথে তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট।

যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারা নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরি নতুন উচ্চতায়। কাতারের বিপক্ষে এসিসি প্রিমিয়ার কাপে ২৯ বলে অপরাজিত ৪৪ রান করে তিনি ব্যাটারদের তালিকায় নতুন করে ১০ ধাপ এগিয়েছেন। তাতে ক্যারিয়ার সেরা ৫০তম স্থানে আইরি। পরশ খারকা, কৌশল ভুর্টেল ও রোহিত পাউডেলের পর চতুর্থ নেপালি ব্যাটার হিসেবে শীর্ষ পঞ্চাশে তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news