উগান্ডার প্রধান কোচ হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার অভয় শর্মা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলবে আফ্রিকার দেশ উগান্ডা। এই টুর্নামেন্টের আগে দলের সেরা প্রস্তুতির জন্য ভারতের সাবেক ক্রিকেটার অভয় শর্মাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন।

উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৩ বছরের চুক্তিতে উগান্ডা জাতীয় দলের কোচ হয়েছেন অভয়। তারা আশা করছে, ভারতের সাবেক এই ক্রিকেটার তার অভিজ্ঞতা দিয়ে দলকে সাফল্যের পরের ধাপে পৌঁছে দিতে পারবেন। এর আগে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে থাকা জ্যাকসন ওগওয়াং সহকারী কোচ হিসেবে থেকে যাচ্ছেন।

উগান্ডার হয়ে কোচের দায়িত্ব দায়িত্ব সামলাতে মুখিয়ে আছেন অভয়। তিনি বলেন, আমি একগাদা প্রতিভাবান ক্রিকেটারের সাথে কাজ করার সুযোগ পেয়ে বেশ কৃতজ্ঞ। উগান্ডায় কয়েকদিন থেকেই এটিকে দ্বিতীয় বাড়ির মত মনে হচ্ছে। এখানের লোকজন দারুণ এবং সবকিছু ভারতের কথা মনে করিয়ে দেয়। -ঢাকা মেইল

তিনি আরো বলেন, উগান্ডা ক্রিকেট দল গত ১২ মাসে দারুণ পারফর্ম করেছে। তবে এখানে উন্নতির জায়গা আছে। বিশেষ করে ফিল্ডিংয়ে।

২০১৩ সালে ভারত এ-দলের ফিল্ডিং এবং উইকেটকিপিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় অভয়কে। মাঝে রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি। ২০১৬ সালে ভারতের জিম্বাবুয়ে সফরে ফিল্ডিং কোচের দায়িত্ব পান অভয় শর্মা। সেবার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের অধীনে কাজ করেছিলেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news