লা হাভ্রের বিপক্ষে ড্র, অপেক্ষা বাড়লো পিএসজির

রাসি লিগ ওয়ান শিরোপার হাতছানিতে মাঠে নেমে লা হাভ্রের বিরুদ্ধে দুই দফায় পিছিয়ে পড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শেষ দিকের গোলে হার এড়াতে পারলেও, আপাতত লিগের মুকুট ধরে রাখা নিশ্চিত হলো না লুইস এনরিকের শিষ্যদের।

ঘরের মাঠে শনিবার (২৭ এপ্রিল) রাতে লিগ আঁর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে শিরোপাধারীরা। এই ড্রয়ে ৩১ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে মোনাকো।

ম্যাচের ১৯তম মিনিটে ক্রিস্টোফারের গোলে পিছিয়ে পড়ে পিএসজি। ১০ মিনিট পরেই অবশ্য গোল শোধ করে স্বাগতিকরা। কাছ থেকে ডান পায়ের শটে গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড বার্কোলা। যদিও সেই স্বস্তি তাদের বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২৯তম মিনিটে ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ুর গোলে ফের এগিয়ে যায় হাভ্রে।

বিরতির পর উসমান দেম্বেলেকে তুলে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপেকে নামান কোচ এনরিকে। তবে আক্রমণের তেমন ধার ছিল না। উল্টো ৬১তম মিনিটে আব্দুলাই তুরের স্পট কিকে ৩-১ গোলে এগিয়ে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা জাগায় হাভ্রে। 

কিন্তু ৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে পিএসজিকে লড়াইয়ে রাখেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। শেষ দিকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হেডে দলকে কাক্সিক্ষত গোল উপহার দেন বদলি ফরোয়ার্ড গনসালো রামোস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news