সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেট লড়াই মানে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটেও উত্তেজনার ভিন্ন মাত্রা পেয়েছে। গত বছরের জুলাইয়ে পর আবার মুখোমুখি বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেটাররা।

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভার খেলে ভারতের সংগ্রহ ৯ রান।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজনা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

এর আগে দুদলের ১৭ বারের দেখায় ১৪ বারই জিতেছে ভারত। সবশেষ সিরিজেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় হারমানপ্রীতের দল। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া সফরকারীরা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news