চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ইন্টার

পাঁচ ম্যাচ হাতে রেখেই ইতালিয়ান লিগের শিরোপা জয় নিশ্চিত করলো ইন্টার মিলান। ২০২২ সালের পর থেকে ইন্টারকে হারাতেই পারেনি এসি মিলান। রোববার (২৮ এপ্রিল) রাতে ২-১ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ২০তম শিরোপা ঘরে তুলেছে সিমোনে ইনজাঘির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ১৮তম মিনিটে ফ্রান্সিসকো এসেরবি কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে ইন্টারকে এগিয়ে দেন। ২৫তম মিনিটে গোল শোধ করতে পারত এসি মিলান। রাফায়েল লেয়া দুর্দান্ত শট নিয়েছিলেন। তবে সেটা ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক ইয়ান সমার।

বিরতির পর ৪৯তম মিনিটে বক্সের বাইরে থেকে দর্শনীয় এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। সান সিরোতে তখন ইন্টার সমর্থকরা মেতে উঠেছেন শিরোপার উৎসবে। এরপর এসি মিলান একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা মেলেনি।

ম্যাচের ৮০ মিনিটে সামু চুকওয়েজের ক্রসে হেড করেন লেয়াও। বল ক্রসবারে লেগে চলে আসে ফুকায়ো তোমোরির সামনে। সেখান থেকে হেডে ব্যবধান কমান এই ইংলিশ ডিফেন্ডার। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই শিরোপা উৎসব করে ইন্টার। 

৩৩ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৮৬। সমান ম্যাচে দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৬৯। পরের পাঁচ ম্যাচ জিতলেও এসি মিলানের পয়েন্ট হবে ৮৪। ইন্টারকে টপকে যাওয়ার আর সম্ভাবনা থাকছে না এসি মিলানের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news